Wednesday, September 30, 2020

আফগানদের জন্য পাকিস্তানের নতুন ভিসা নীতি

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন একটি ভিসা নীতি চালু করেছে পাকিস্তান। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো সহজ করতে ও ব্যবসার প্রসার ঘটাতে মঙ্গলবার নতুন এ ভিসা নীতি চালু করে ইসলামাবাদ। খবর ভয়েস অব আমেরিকা।

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি নতুন এ ভিসা নীতির অনুমোদন দেয় দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন ভিসা নীতির ফলে এখন থেকে আফগানিস্তানের নাগরিকরা সহজে একাধিকবার পাকিস্তানের ভিজিট ভিসা পাবেন। যার মধ্যে স্টুডেন্ট ভিসা ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভিসাও রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক টুইট বার্তায় আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক বলেন, আফগানিস্তানের অসুস্থ রোগীদের জন্য ‘নতুন স্বাস্থ্য ভিসা’ প্রণয়ন করেছে পাকিস্তান। এখন থেকে সপ্তাহে চার দিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন আফগান নাগরিকরা।

বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য পাকিস্তানের সমুদ্র বন্দর ও স্থলভূমির ওপর নির্ভর করে আসছে আফগানিস্তান। কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া সীমান্ত উত্তেজনার ফলে এই বাণিজ্য কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ফের দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে নতুন ভিসা নীতি চালু করা হয়েছে।

-এ

The post আফগানদের জন্য পাকিস্তানের নতুন ভিসা নীতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment