Wednesday, September 30, 2020

জো বাইডেন বললেন ‘ইনশাআল্লাহ’ আমি জয়ী হবো

ফাতেহ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে প্রথম বিতর্কে “ইনশাআল্লাহ” বাক্যটি ব্যবহার করা হয়েছে। ইসলামী এই বাক্যটি ডেমোক্রেট নেতা জো বাইডেন ব্যবহার করেছেন।

গতকাল সকালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক বিতর্ক অনুষ্ঠানে পরিচালক যখন ডোনাল্ড ট্রাম্পকে তার কর ফাঁকির বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন ট্রাম্প বলেছে যে, এ বিষয়ে শীঘ্রই তার বক্তব্য প্রকাশ করবে। অপরদিকে ডেমোক্রেট নেতা জো বাইডেন খুব ভালোভাবে জানেন যে ট্রাম্প সৎ মানুষ না। আর এই সুযোগটি তিনি ব্যবহার করে “ইনশাআল্লাহ” বলেছেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী কর্তৃক এই বাক্যাংশটি ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে, বিশেষত মুসলিমরা এবং যারা এর অর্থ জানেন তারা এটাকে ব্যাপকভাবে প্রকাশ করেছে।

কেউ কেউ উল্লেখ করেছেন যে জো বাইডেন মুসলমানদের ব্যবহৃত একটি আরবি বাক্যাংশ ব্যবহার করেছিলেন; তারা প্রশ্নবিদ্ধ হয়ে টুইটারে লিখেছেন যে, ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত এই বিতর্ক অনুষ্ঠানটি শোনার শোনার পরে তারা বুঝতে পেরেছেন যে ডেমোক্র্যাট প্রার্থী আরবি শব্দ ব্যবহার করেছেন।

একজন ব্যবহারকারী একটি বার্তায় আরও লিখেছেন: আমেরিকান ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত, মার্কিন নির্বাচনের বিতর্কে “ইনশাআল্লাহ” শব্দটি ব্যবহার হয়েছে।

ট্রাম্প-বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্ক অনুষ্ঠানটি ১৫ অক্টোবর মিয়ামিতে অনুষ্ঠিত হবে।

The post জো বাইডেন বললেন ‘ইনশাআল্লাহ’ আমি জয়ী হবো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%be%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d/

No comments:

Post a Comment