Tuesday, September 29, 2020

ফিলিস্তিনি কিশোরকে ৫ বছরের কারাদণ্ড দিল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের এক কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী ইজরাইলের একটি সামরিক আদালত । ১৭ বছর বয়সি ওই কিশোর সামের আব্দুল করিম আওয়ায়িসকে এক বছরেরও বেশি সময় আগে ধরে নিয়ে গিয়েছিল দখলদার সেনারা। খবর ফিলিস্তিন নিউজ নেটওয়ার্কের।

ইজরাইলের ‘পেতাহ টিকভা’ ডিটেনশন সেন্টারে সামেরকে কয়েক মাস ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এ সময় তার ওপর নির্যাতনও চালায় ইজরাইলি তদন্তকারী কর্মকর্তারা। সামেরের পিতা বর্তমানে ইজরাইলি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাকে গত এক বছরেরও বেশি সময় বন্দি থাকা অবস্থায় পিতার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

সামেরের বড় ভাই হাসানকে ২০০৪ সালে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। হাসানকে দু’বার যাবজ্জীবনের সঙ্গে অতিরিক্ত ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ইজরাইলি আদালত। এ ছাড়া সামেরের একজন চাচা ২০০২ সালে ‘আমারি’ শরণার্থী শিবিরে ইজরাইলি বিমান হামলায় নিহত হন।

উল্লেখ্য, ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশনের প্রধান কাদরি আবু বাকের বলেন, ২০০০ সাল থেকে এ পর্যন্ত ইজরাইলি সেনারা অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে যাদের মধ্যে ১০ বছরের কম বয়সি হাজার হাজার শিশু ছিল।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, প্রতি বছর ১২ থেকে ১৭ বছর বয়সি ৫০০ থেকে ৭০০ ফিলিস্তিনি শিশুকে আটক করে দখলদার সেনারা এবং ইজরাইলের সামরিক আদালতে তাদের বিচার করা হয়।

The post ফিলিস্তিনি কিশোরকে ৫ বছরের কারাদণ্ড দিল ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

No comments:

Post a Comment