Tuesday, September 29, 2020

রংপুর ও দিনাজপুরকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র!

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের দিনাজপুর ও রংপুর দুইটি জেলা নিজেদের দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপালের জাতীয়তাবাদী সংগঠন জিএনএনএফ। । গ্রেটার নেপাল নামে সেই ম্যাপে বাংলাদেশের দিনাজপুর ও রংপুরকেও পাকিস্তান অধিকৃত নেপালের অংশ বলা হয়েছে।

এছাড়াও ভারতের সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর ছাড়াও পাটনা, কাটিহার, পূর্ণিয়া সহ বিহারের প্রায় গোটা অংশ, সিমলা, উত্তর কাশী, দেরাদুনকেও নেপালের এলাকা হিসাবে দেখানো হয়েছে।

নেপালের নতুন মানচিত্র প্রকাশ করে আলোচনার জন্ম দেয়া জিএনএনএফ সংগঠনটি নেপালে এনজিও হিসেবে নথিভুক্ত রয়েছে। এর আগে তারা ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রসংঘের মহাসচিবকে চিঠি লিখে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে আলোচনার কেন্দ্রে এসেছিল।

The post রংপুর ও দিনাজপুরকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6/

No comments:

Post a Comment