আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী মুহাম্মদ সা.-কে ধারাবাহিক অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ‘হাইয়াতু কিবারিল উলামায়িস সায়ুদিয়্যা’।
রবিবার পরিষদের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর আল-আরাবিয়া।
বিবৃতিতে শায়খ আবদুল আজিজ বলেন, নবীদের অবমাননা করা মানে সন্ত্রাসীদের সাহায্য করা। বিশ্বের জ্ঞানী-গুণীদের এরূপ অবমাননার নিন্দা জানানো উচিত। মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সব নবী-রাসুলের অসম্মান ও অবমাননাকর সব কাজ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয়।
চিন্তা ও বাকস্বাধীনতার নামে শুধু চরমপন্থী ও সন্ত্রাসীদের বিনা মূল্যে সহায়তা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
The post ফ্রান্সে বাকস্বাধীনতার নামে সন্ত্রাসীদের সহায়তা করা হচ্ছে: উলামা পরিষদ সৌদি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/
No comments:
Post a Comment