ফাতেহ ডেস্ক:
হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের নুরানী তালীমুল কুরআন বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি মাওলানা আনাস মাদানী ও মাওলানা সলিমুল্লালাহকে বোর্ডের সকল কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল ২৬ অক্টোবর সোমবার হাটহাজারী পৌরসভাস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠকে সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গতকাল বেলা ১২ টা থেকে অনুষ্ঠিত আমেলার গুরুত্বপূর্ণ বৈঠকে মুফতী জসিমউদদীনকে সেক্রেটারি (মহাসচিব), মেখল মাদরাসার মোহতামীম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতী মুহাম্মদ আলী কাসেমীকে সহসভাপতি ও হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও গতকালের বৈঠকে মাওলানা মোহাম্মদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট নয় সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা এবং আট বিভাগ থেকে নতুন শূরা সদস্য নিযুক্ত করে আমেলা সহ ৩০ সদস্য বিশিষ্ট নতুন শূরা কমিটি গঠন হয়।
The post নুরানী তালীমুল কুরআন বোর্ডের নতুন চেয়ারম্যান আল্লামা বাবুনগরী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0/
No comments:
Post a Comment