Monday, June 1, 2020

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি শুরু, তবে অবস্থান করতে পারবে না ছাত্রাবাসে

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ভর্তির পর শিক্ষার্থীদের মাদরাসায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। এর আগে গতকাল সরকারের অনুমতিক্রমে স্বাস্থবিধি মেনে কওমি মাদরাসার ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় কওমি মাদরাসা শিক্ষা সংস্থা হাইয়াতুল উলইয়া।

আজ বেফাকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কাওমি মাদরাসাসমূহে ভর্তির বিষয়ে সরকারের সাথে আলােচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কোনাে বাধা নেই।

তবে ভর্তির পর কোন ছাত্র/ছাত্রী কিছুতেই প্রতিষ্ঠানে অবস্থান করতে পারবে না।

-এ

The post স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি শুরু, তবে অবস্থান করতে পারবে না ছাত্রাবাসে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf/

No comments:

Post a Comment