ফাতেহ ডেস্ক
ভারতে পাকিস্তান হাইকমিশনের দুই কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়ার আল্টিমেটাম দিয়েছে ভারত।
গতকাল রোববার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। আটক দুজন পাকিস্তান হাইকমিশনের ভিসা সেকশনে কাজ করতেন।
দিল্লি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিরক্ষা স্থাপনা সম্পর্কিত গোপন সরকারি নথিপত্র সংগ্রহের চেষ্টা করছিলেন তারা। রবিবার ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অর্থের বিনিময়ে নথিপত্র কিনে নেয়ার সময় আটক করা হয় তাদের।
জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার স্বীকার করেছেন আটক দুইজন।
এদিকে, গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান।
আন্তর্জাতিকভারত
The post ভারতে পাকিস্তানের দূতাবাসের দুই কর্মকর্তা আটক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/
No comments:
Post a Comment