আন্তর্জাতিক ডেস্ক:
লাদাখ সীমান্তে উত্তেজনা ঘিরে ভারত-চীন বিরোধের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এক বিবৃতিতে এ মোদীকে দোষারোপ করে এ সমালোচনা করেন মনমোহন। খবর ডয়চে ভেলে।
বিবৃতিতে তিনি বলেন, আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনই কূটনীতি ও নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না। মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, তিনি কী বলছেন, তার তাৎপর্য যেন মাথায় রাখেন।
তিনি আরও বলেন, কর্নেল সন্তোষ বাবু ও আমাদের জওয়ানদের আত্মত্যাগের কথা যেন তিনি মাথায় রাখেন এবং সর্বশক্তি দিয়ে দেশের ভূখণ্ড রক্ষা করেন। তার কম কিছু করা মানে দেশের লোকের বিশ্বাসের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে।
শুক্রবার সর্বদলীয় বৈঠকে সোনিয়া গান্ধীর সমালোচনার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারতের এক ইঞ্চি জমিও চীনের অধিকারে নেই। কেউ ভারতীয় ভূখণ্ডে ঢোকেনি। কোনও পোস্টও অন্যদের অধিকারে নেই।
মোদীর এই মন্তব্যের পরই এ বিবৃতি দেন মনমোহন।
The post লাদাখ সীমান্তে উত্তেজনা, মোদীর সমালোচনায় মনমোহন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be/
No comments:
Post a Comment