Monday, June 22, 2020

উইঘুর নির্যাতনকে সমর্থন করেন ডোনাল্ড ট্রাম্প

মুনশী নাঈম:

মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে বলেছিলেন—জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ‘শিক্ষিত করতে’ কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরীর কাজটি সঠিক ছিলো। নতুন একটি বইয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা জন বোল্টন।

জন বোল্টনের লেখা নতুন বইটির নাম: The Room Where It Happened: A White House Memoir। ইতোমধ্যেই বইটির প্রকাশনা আটকে দিতে চাইছে হোয়াইট হাউস। কিন্তু বইটির একটি অগ্রীম কপি ওয়াশিংটন পোস্টের হস্তগত হয়েছে ।

ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, ‘বইটিতে জন বোল্টন দাবি করেছেন—২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে এক আলাপে এই সমর্থন জানান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প তার চীনা সমকক্ষকে যুক্তরাষ্ট্র থেকে বেশি কৃষিপণ্য কিনে ২০২০ সালের নির্বাচনে তাকে জিততে সহায়তা করার কথাও বলেন।’

বইটিতে জন বোল্ট লিখেন, ‘জি-২০ মিটিং চলাকালীন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং একটি নৈশভোজে অংশ নেন। এখানে উপস্থিত ছিলেন তারা দুজন এবং তাদের দোভাষী। মার্কিন দোভাষীর মতে—এক মিলিয়ন উইঘুর মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে রাখার পক্ষে যুক্তি দিচ্ছিলেন শি জিনপিং। এসময় তাকে সমর্থন করে ট্রাম্প বলেন, উইঘুর মুসলিমদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরীর কাজ চালিয়ে যাওয়া উচিত।’

মার্কিন দোভাষীর বরাতে জন বোল্টন আরও লিখেন, ‘এই দোভাষীকে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা কাউন্সিলের আরেক কর্মকর্তা ম্যাট পোটিনগারও বলেছিলেন, ২০১৭ সালে চীন সফরের সময় ট্রাম্প অনুরূপ সমর্থন ব্যক্ত করেছিলেন।’

এদিকে কদিন আগে উইঘুর ইস্যু নিয়ে চীনের ওপর নয়া নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলে বলা হয়েছে, এখনো প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে চীন সরকার। মুসলিম একটি নির্দিষ্ট মতাদর্শকে টার্গেট করে চীন এ কেন্দ্র পরিচালনা করছে। এখানে তাদের মতাদর্শকে জোরপূর্বক পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। চীনের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে দমন-পীড়নে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, চীনের অভ্যন্তরীন ইস্যুতে হস্তক্ষেপে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এই আইন পাশ করেছে।

তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। বর্ণবাদী বৈষম্য আর অশ্বেতাঙ্গদের ওপর নির্যাতনের ঘটনায় যখন ক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রেই, তখন অন্যরাষ্ট্রে একই ইস্যুতে এমন অবস্থান নেয়াকে দ্বিমুখী আচরণ বলছেন তারা। এক্সটারন্যাডো ইউনিভার্সিটি অব কলম্বিয়ার গবেষক অধ্যাপক ডেভিড ক্যাস্ট্রিলন বলেন, এমন একটা সময়ে এই বিল পাশ করা হলো যখন আফ্রো-আমেরিকান বংশোদ্ভুতদের ওপর নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রেই যেখানে অশ্বেতাঙ্গদের অধিকার হরণ করা হচ্ছে, সেখানে এই ইস্যুতে অন্য দেশে হস্তক্ষেপ করছে দেশটি।

The post উইঘুর নির্যাতনকে সমর্থন করেন ডোনাল্ড ট্রাম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8/

No comments:

Post a Comment