ফাতেহ ডেস্ক:
বিনামূল্যে না হলেও স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, এ জন্য বিভিন্ন মোবাইলফোন অপারেটরদের সাথে সরকার যোগাযোগ শুরু করেছে।
আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার সন্ধ্যায় চাঁদপুরে করোনা পরীক্ষায় আরটি পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরণের সমস্যা তৈরি না হয়, সেই দিক লক্ষ্য রেখেই সরকার চিন্তাভাবনা করছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতা নিয়ে শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ফাউন্ডেশনে এ আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হলো।
The post শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2/
No comments:
Post a Comment