Sunday, July 26, 2020

চামড়ার দাম কমলো

ফাতেহ ডেস্ক:

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এ বছর চামড়ার দাম কমেছে। আজ রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে এ বছরের চামড়ার দাম সম্পর্কে তথ্য জানান।

এ বছর কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে বলে জানান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা এবং বরকির চামড়া ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। সে হিসাবে এবার ঢাকায় দাম কমেছে ১০ টাকা এবং ঢাকার বাইরে ৮ টাকা।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এ সভায় কাঁচা চামড়ার দাম নির্ধারণ, ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ, চামড়ায় লবণ লাগানো এবং গণমাধ্যমে প্রচারের বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব শরিফা খানম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, চামড়াজাত পণ্য রপ্তানিকারক সসিতির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব হোসেন ও অন্য ব্যবসায়ীরা সভায় অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কাঁচা চামড়া পরিবহনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

The post চামড়ার দাম কমলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be/

No comments:

Post a Comment