Tuesday, July 28, 2020

লাহোরে গুরুদুয়ারায় মসজিদ বানানোর চেষ্টা, ভারতের প্রতিবাদ

ফাতেহ ডেস্ক:

ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের লাহোরে একটি ঐতিহাসিক গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তর করার চেষ্টা করছে লোকজন। এ বিষয়ে নয়াদিল্লিতে থাকা পাকিস্তান হাইকমিশনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের সুরক্ষা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে ভারত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পাক হাইকমিশনের কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলে এক বিবৃতি দিয়েছে।

এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহাসিক গুরুদুয়ারা শহিদি আস্থানকে স্থানীয়রা মসজিদ শহিদগঞ্জ হিসেবে দাবি করছে। সেইসঙ্গে ঐতিহাসিক ওই গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করছে কিছু মানুষ। পাক হাইকমিশনে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায় যাতে সুরক্ষাসহ ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বসবাস করতে পারে, তা পর্যবেক্ষণ ও নিশ্চিত করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ভারতের পাঞ্জাবভিত্তিক শিখদের রাজনৈতিক দল শিরোমনি আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং পাকিস্তানে সংখ্যালঘু শিখদের প্রতি ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। এই ধরনের ‘উগ্রপন্থী’ কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ জানিয়েছেন তিনি।

The post লাহোরে গুরুদুয়ারায় মসজিদ বানানোর চেষ্টা, ভারতের প্রতিবাদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/

No comments:

Post a Comment