Friday, July 24, 2020

বন্দিবিনিময় সম্পন্ন হলে আগামী মাসেই আলোচনায় রাজি তালেবান

ফাতেহ ডেস্ক:

চুক্তি অনুযায়ী চলতি বন্দিবিনিময় সম্পন্ন করলে আগামী মাসে ঈদের ছুটির পর আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত রয়েছে তালেবান।

বৃহস্পতিবার টুইটার বার্তায় তালেবান মুখপাত্র সুহাইল শাহীন এ কথা জানিয়েছেন। তিনি, ‘বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদের পর দ্রুত গ্রুপটি আন্ত-আফগান আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কাবুল সকল বন্দিকে মুক্তি দিলে তালেবানের হেফাজতে থাকা আফগান নিরাপত্তা বাহিনীর অবশিষ্ট বন্দিদের ছেড়ে দিতে তারা প্রস্তুত।

আফগানিস্তানে স্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি সই করে তালেবান।

চুক্তি অনুযায়ী পাঁচ হাজার তালেবান বন্দি আর সরকারি বাহিনীর এক হাজার সদস্যের মুক্তি দেওয়ার কথা। তবে এই প্রক্রিয়া খুবই ধীরে বাস্তবায়িত হচ্ছে।

-এ

The post বন্দিবিনিময় সম্পন্ন হলে আগামী মাসেই আলোচনায় রাজি তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/

No comments:

Post a Comment