ফাতেহ ডেস্ক:
পাকিস্তানে নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিকে আদালত কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পেশওয়ারে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার ধর্ম অবমাননা মামলায় তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তির শুনানি চলছিল। এসময় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়।
তিনি বলেন, ‘হা’মলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ধর্ম অবমাননা করায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।’
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভি’যোগে ২০১৮ সালে গ্রে’প্তার করা হয় তাহিরকে। পাকিস্তানে ধর্ম অবমাননাআইনে কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
The post নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গুলি করে হত্যা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2/
No comments:
Post a Comment