ফাতেহ ডেস্ক:
স্বাস্থ্যখাতের অনিয়ম ঠেকাতে একের পর এক অভিযান চালাচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। হাসপাতালটির বিরুদ্ধে লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট অত্যন্ত নিম্নমানের। কোনোভাবেই সেখানে এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। এ ছাড়া ল্যাবরেটরির পরিবেশও অত্যন্ত নিম্নমানের এবং সেখানে অবৈধভাবে অনুমোদনবিহীন রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়।
এমতাবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।
এর আগে গত ২০ জুলাই উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেড সরেজমিন পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি। তখন প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম চোখে পড়ে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
The post এবার আল-আশরাফ হাসপাতাল বন্ধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8/
No comments:
Post a Comment