Saturday, July 25, 2020

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চায় ফ্রান্স

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন তুরস্কের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান। তার দাবি, ভূমধ্য সাগরের পূর্ব দিকে তুর্কিরা গ্রিস ও সাইপ্রাসের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ ও লঙ্ঘন করে নিজেদের কাজ করে চলেছে।

ম্যাক্রোন বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত কোনো রাষ্ট্রের সমুদ্রসীমা লঙ্ঘন করে অন্য কোনো দেশ সেখানে নিজেদের কাজ চালিয়ে যাবে এমনটি মেনে নেয়া যায় না। তুরস্ক ভূমধ্য সাগরের যে অংশে কাজ করছে তা গ্রিস ও সাইপ্রাসের জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

তিনি বলেন, ক্ষমতার লড়াইয়ে রাশিয়া ও তুরস্ক সাগরে অনেক কার্যক্রম করে চলেছে। সে তুলনায় ইউরোপীয় ইউনিয়ন কিছুই করছে না। ভূমধ্য সাগরকে ঘিরে যদি ইইউ কোনো নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা না নেয় তাহলে তা হবে ইউরোপের সামগ্রিক নিরাপত্তার বড় একটি ঝুঁকি। তবে ফ্রান্স সে রকম কিছু অবশ্যই ঘটতে দেবে না।

তিনি আরো বলেন, তুরস্ক কর্তৃক গ্রিস ও সাইপ্রাসের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। আমার পূর্ণ সমর্থন আছে ইউরোপের এই দুই দেশের প্রতি। এই দুই দেশের সমুদ্রসীমা লঙ্ঘন অগ্রহণযোগ্য। যারাই এই কাজ করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক লিবিয়াতেও অনৈতিক কার্যক্রম করছে। জাতিসংঘ কর্তৃক সিরিয়াতে যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা সেখানে অস্ত্র ও সেনা মোতায়েন বাড়াচ্ছে। তাদের এর জন্যও শাস্তি হওয়া উচিত।

The post তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চায় ফ্রান্স appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-3/

No comments:

Post a Comment