ফাতেহ ডেস্ক:
মালয়েশিয়ায় প্রবাসীদের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাদ্যম আল-জাজিরায় কথা বলায় বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদকে উদ্ধৃত করে গণমাধ্যমগুলো জানায়।
গ্রেপ্তারের আগে নিজের হোয়াটস-অ্যাপ থেকে এক বার্তায় রায়হান বলেন, ‘আমার অপরাধটা কী? আমি তো কোনো মিথ্যা বলিনি। প্রবাসীদের ওপর যে বৈষম্য ও নিপীড়ন চলেছে, আমি শুধু সেই কথাগুলো বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই প্রবাসে থাকা কোটি বাংলাদেশি ভালো থাকুক। আমি চাই পুরো বাংলাদেশ আমার পাশে থাকুক।’
গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান এই নিপীড়নের প্রতিবাদ করেছেন।
আল-জাজিরার প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে এতদিন পালিয়ে ছিলেন তিনি।
রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন।
তিনি জানান, ২০১৪ সালে তোলারাম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রাহয়ান। সেখানেই বিএ পাস করে।
The post আল-জাজিরায় কথা বলায় সেই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d/
No comments:
Post a Comment