Thursday, July 23, 2020

শপথ নিলেন উপনির্বাচনে জয়ী দুই সাংসদ

ফাতেহ ডেস্ক:

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপনির্বাচনে জয়ী সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) আসনের শাহিন চাকলাদার। তারা দুজনেই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন। পরে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ।

এর আগে গত ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে যশোর-৬ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার পান ১ লাখ ২৪ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ পান ২ হাজার ১২ ভোট। আরেক প্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান পান ১ হাজার ৬৭৮।

অন্যদিকে, বগুড়া-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান পান ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পান ১ হাজার ৫৬৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম পান ৯৬৯ ভোট।

The post শপথ নিলেন উপনির্বাচনে জয়ী দুই সাংসদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%9f/

No comments:

Post a Comment