Friday, July 31, 2020

জ্যোৎস্নাস্নাত ঘোরে

সায়েম সালাহ্উদ্দীন:

দূর স্রোতে

রাখা চ্ছলাৎ চ্ছলাৎ

স্বপ্নের অন্তরে

 

যেন কোনো রাতে

যেন কোনো গাঢ়

জ্যোৎস্নাস্নাত ঘোরে

 

একটা নদী

মহাকাশ জুড়ে

বৃষ্টির মতো ঝরে;

 

ঝ’রে ঝ’রে পরে

স্বপ্নের অন্তরে–

 

যেন কোনো রাত

কোনো সুঘন

জ্যোৎস্নাস্নাত ঘোরে।

The post জ্যোৎস্নাস্নাত ঘোরে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87/

No comments:

Post a Comment