ফাতেহ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ার, ইছমাইল, নাছির ও আনোয়ার। তারা সবাই ইয়াবাকারবারী বলে পুলিশের দাবি।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, একদল ইয়াবাকারবারী মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী সীমান্তে নিয়ে আসে। পরে ইয়াবার ভাগভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গোলাগুলি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করেও গুলি করে ইয়াবা কারবারীরা। পরে পুলিশও পাল্টা গুলি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি ও গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
The post টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ৪ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b/
No comments:
Post a Comment