Saturday, July 25, 2020

সিঙ্গাপুরের ৬৫টি মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে

ফাতেহ ডেস্ক:

ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অফ সিঙ্গাপুর ঘোষণা করেছে বিশেষ শর্ত সাপেক্ষে সেদেশের ৬৫টি মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অফ সিঙ্গাপুর (MUIS) ২৪ই জুলাই শুক্রবার একটি বিবৃতি ঘোষণা করেছে, সিঙ্গাপুরে “হ্যারি রায়া হাজী” নামে পরিচিত ঈদুল আযহার নামাজ আগামী সপ্তাহে ৬৫টি মসজিদে অনুষ্ঠিত হবে। এই নামাজ আদায়ের জন্য বিশেষ সর্ত মান্য করতে হবে এবং আগে থেকে নামাজের জায়গা রিজার্ভ করতে হবে।

ঈদুল আযহার নামাজে মোট ৮,৭০০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। ৬৫টি মসজিদের মধ্যে ৪৫টি মসজিদে তিন বার ঈদের নামাজ এবং বাকী ২০টি মসজিদে দুই বার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজ আগামী শুক্রবার ৩১শে জুলাই অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরের ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল সাম্প্রতিক সপ্তাহগুলিতে জুমার নামাজে মুসলমানদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রশংসা করে ঘোষণা করেছে: ঈদের নামাজে অংশগ্রহণের জন্য মুসল্লিরা MuslimSG অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের নমাজ নিবন্ধন করতে পারবেন।

সীমিত জায়গার কারণে যারা জায়গা রিজার্ভ করতে পারবেন না, তারা ঘরে বসে নামাজ পড়তে পারবেন এবং মুফতি ডাঃ নাজির আল-দীন মুহাম্মদ নাসেরের ঈদুল আযহার খুতবা সরাসরি টেলিভিশনে দেখতে পারবেন।

এছাড়াও SalamSH চ্যানেলে মালয় ভাষা ইংরেজি সাবটাইটেল এবং Mediacorp Warna রেডিওতেও সম্প্রচারিত হবে।

ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অফ সিঙ্গাপুর এই ঘোষণায় বৃদ্ধ, দুর্বল ব্যক্তি এবং ১২ বছরের কম বয়সী শিশু এবং তীব্র শ্বাস প্রশ্বাসের লক্ষণযুক্ত লোকদেরও মসজিদে উপস্থিত হতে নিষেধ করেছে।

The post সিঙ্গাপুরের ৬৫টি মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/

No comments:

Post a Comment