Wednesday, July 29, 2020

দেশে একদিনে মৃত্যু ৩৫, শনাক্ত ৩০০৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১২৭ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৫ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

এর মধ্যে ২ হাজার ৮৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

The post দেশে একদিনে মৃত্যু ৩৫, শনাক্ত ৩০০৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be/

No comments:

Post a Comment