ফাতেহ ডেস্ক:
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
ডা. আবুল বাশার এ পদে অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার পদত্যাগ করার পর বৃহস্পতিবার সরকার আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ শেষ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে বলে, ডা. আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক পদে তার চুক্তিভিত্তিকক নিয়োগ গত ২১ জুলাই থেকে বাতিল করা হল।
-এ
The post স্বাস্থ্যের নতুন মহাপরিচালক খুরশীদ আলম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a/
No comments:
Post a Comment