Tuesday, July 28, 2020

সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী

ফাতেহ ডেস্ক:

জঙ্গি হামলার শঙ্কায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরই ঈদের আগে জঙ্গি হামলার শঙ্কা থাকে। তাছাড়া সবাই জানেন জঙ্গিদের উত্থানের একটা প্রচেষ্টা ছিল, দেশের অনেক জায়গায় জঙ্গির আবির্ভাব হয়েছিল। তারা দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো ও অকার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর জন্যই আজ দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে রেহাই পেয়েছে। তারপরও আমরা সব সময়ই বলেছি জঙ্গি কন্ট্রোলে আনতে পেরেছি। আর এটাও বলেছি, একদম সমূলে উৎপাটন করতে পারিনি। কারণ ছোট ছোট স্লিপিং সেল এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদের তেমন কার্যকারিতা না থাকলেও মাঝেমধ্যে উপস্থিতি বোঝাবার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে।

সেগুলো পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব যথার্থভাবেই দমন করছে জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা যেটা শুনছেন, তা মাঝেমধ্যে গোয়েন্দারা জানাচ্ছে। আর সে অনুযায়ী নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার নিচ্ছে। জঙ্গিরা সব সময় চিন্তা করে ধর্মীয় অনুষ্ঠানে হামলা করবে। সেখানেও পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সার্বক্ষণিক নজর রাখছে।

কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসব স্থলসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনী কাজ করছে ও সতর্ক রয়েছে। তাই আমি মনে করি জঙ্গিদের সেই সক্ষমতা ও দক্ষতা নেই। তাছাড়া দেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। তাদের সম্পর্কে সব সময় আমাদের অবহিত করছেন, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

The post সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/

No comments:

Post a Comment