ফাতেহ ডেস্ক:
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুর সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর -চন্দ্রা,ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দেন।
এতে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে বলে মন্তব্য করেন তিনি। ঈদের আগের দুইদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়।
তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
The post ঈদযাত্রা নির্বিঘ্নে উন্নয়ন কাজ বন্ধ রাখতে হবে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8/
No comments:
Post a Comment