ফাতেহ ডেস্ক:
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির অভিযোগে দায়ের হওয়া দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি তাকে ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এ অর্থ অনাদায়ে তাকে আরো ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
আজ মঙ্গলবার কুয়ালালামপুরের হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় দেন। খবর মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।
এর আগে সকালে শুনানি শেষে আদালত নাজিব রাজাকে সবকটি মামলায় দোষী সাব্যস্ত করেন। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি বলেন, নাজিব রাজাকের বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলার তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে নাজিব রাজাক দাবি করেন, তিনি নির্দোষ। তাকে তার তৎকালীন অর্থনৈতিক উপদেষ্টারা ভুল বুঝিয়েছেন। বিশেষ করে তার তৎকালীন অর্থনৈতিক উপদেষ্টা পলাতক ধনকুবের ঝো লো তাকে ভুল পথে পরিচালিত করেছেন। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট রেবহাদের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির অভিযোগে নাজিব রাজাকের বিরুদ্ধে ফৌজদারি আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছিলো। যেখানে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। আজ শুনানি শেষে এসব মামলায়ই তিনি দোষী সাব্যস্ত হন।
মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে ওয়ানএমডিবি তহবিল প্রতিষ্ঠা করেছিলেন নাজিব রাজাক। কিন্তু পরবর্তীতে ব্যাংক ও বন্ডহোল্ডারদের পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হয় এ ফান্ড। এরপর থেকেই এ তহবিল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। তদন্তের পর জানা যায়, মালয়েশিয়ার এ রাষ্ট্রীয় তহবিল থেকে সাড়ে ৪০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে।
মার্কিন তদন্তকর্মীরা এও জানিয়েছিলেন, মালয়েশিয়ার এক বড় কর্মকর্তা এ তহবিল থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার আত্মসাৎ করেছেন। পরে আরো অধিকতর তদন্তে জানা যায়, সেই ব্যক্তিটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আত্মসাৎকৃত অর্থের ৪ কোটি ২০ লাখ রিংগিত বা ১ কোটি ডলার ওয়ানএমডিবি থেকে তার ব্যক্তিগত একাউন্টে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গত বছর ৩ এপ্রিল মালয়েশিয়ার আদালতে নাজিব রাজাকের বিচার শুরু হয়।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নাজিব রাজাক।
The post ১২ বছর কারাদণ্ড পেলেন নাজিব রাজাক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c/
No comments:
Post a Comment