Tuesday, July 28, 2020

ইসরায়েলি ট্যাক্সের টাকা ফিরিয়ে দিলো ফিলিস্তিন

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া রাজস্ব কর তারা প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবেই এটি করা হয়েছে।

তিন বলেন, ইসরায়েলি পক্ষের সঙ্গে আমরা সবরকম সম্পর্ক শেষ করার দিকে এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের কোনো ব্লেকমেইলকেই আমরা প্রশ্রয় দেবো না। যার কারণে অর্থনৈতিক সঙ্কটে থাকলেও তাদের দেয়া রাজস্ব কর আমরা গ্রহণ করবো না।

মিডেল ইস্ট মনিটিরের বরাতে জানা যায়, পশ্চিম তীর ও জর্ডান ভ্যালিতে ইসরায়েলি দখল পরিকল্পনাকে ঘিরে গত মে মাসে তেল আবিবের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন সরকার। দুইপক্ষের সব চুক্তি ভঙ্গের ঘোষণা দিয়েছে তারা। এরপর থেকেই ফিলিস্তিন সরকারের ভাগে যতটুকু রাজস্ব কর আসে তা গ্রহণ করা হয়নি।

সংকট মোকাবেলায় ফিলিস্তিনের নাগরিকদের ধৈর্য্য ধরনের কথা বলেন শতেয়াহ, আমাদের আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রয়োজন। যাতে আমরা চলমান সব বাধা বিপত্তির মোকাবেলা করে পশ্চিমতীরের সব অশান্তি দূর করতে সক্ষম হই।

মিডেল ইস্ট মনিটর বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষের থেকে রাজস্ব করের ভাগ গ্রহণ না করায় অর্থনৈতিক সঙ্কটে পড়েছে ফিলিস্তিন সরকার। পর পর দুই মাস সেখানকার সরকারি কর্মকর্তাদের পুরো বেতন দেয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে শতেয়াহ বলেন, আমরা বেতন নিয়ে সঙ্কটে আছি। তবে আমরা সেই সঙ্কট মোকাবেলার প্রথম ধাপে সফল হয়েছি। আপনাদের সরকারের সঙ্গে একাত্ম থাকতে হবে। আশা করছি শীঘ্রই আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাবো।

Last

The post ইসরায়েলি ট্যাক্সের টাকা ফিরিয়ে দিলো ফিলিস্তিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

No comments:

Post a Comment