Friday, July 24, 2020

করোনা পর্যবেক্ষণ কমিটি পুনর্গঠন

ফাতেহ ডেস্ক:

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করা হলো।

প্রজ্ঞাপনে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে।

পুনর্গঠিত কমিটিকে প্রতি মাসে একবার হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া, সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

The post করোনা পর্যবেক্ষণ কমিটি পুনর্গঠন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa/

No comments:

Post a Comment