ফাতেহ ডেস্ক:
কওমি মাদরাসা খোলার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমেদ।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। সুখবর। মুহতারাম কওমি উলামা, ছাত্রদের পরীক্ষার আয়োজন গ্রহণ করুন। মাদরাসা খোলার অনুমতি হয়ে গিয়েছে।’ তবে মহামারী থেকে সাবধানতা ও সুরক্ষা গ্রহণে যেন ত্রুটি না ঘটে, এ বিষয়েও জোর দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মাদরাসা খোলার ব্যাপারে বৈঠক করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে তিনি বলেছিলেন, অতি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
The post কওমি মাদরাসা খোলার অনুমতি দিলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4/
No comments:
Post a Comment