Monday, August 17, 2020

৮৯ বছরে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় রোববার, এই তাপমাত্রা রেকর্ড করে মার্কিন জাতীয় আবহাওয়া কেন্দ্র। যা ৮৯ বছরে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

বিশ্বের উষ্ণতম আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শুষ্ক স্থান- ডেথ ভ্যালি। তিন হাজার বর্গ মাইলের মরু উপত্যকাটির অবস্থিত পূর্ব ক্যালিফোর্নিয়ায়। যে পাঁচশতাধিক মানুষ সেখানে বাস করে, তারা সবাই পার্ক বা রিসোর্টের কর্মী। এমনকি সেখানে নেই চিকিৎসক ও ওষুধের দোকান, সবচেয়ে কাছের স্কুলটিও ৪৫ মাইল দূরে।

১৯১৩ সালের ১০ জুলাই, ডেথ ভ্যালিতে সর্বোচ্চ ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। যা নিয়েও আছে মতবিরোধ। একপক্ষের দাবি, ১৯৩১ সালের ৭ জুলাই তিউনিসিয়ায় ৫৫ ডিগ্রি সেলসিয়াসই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা।

এরপর ২০১৩ সালের ৩০ জুন, ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। মার্কিন জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, রোবরার বিকেলে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা যুক্তরাষ্ট্রের ১০৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ। ২০১৩ সালের চেয়ে যা বেড়েছে ০.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের ধারণা, ক্যালিফোর্নিয়ায় চলমান দাবনলের কারণে বেড়েছে এই তাপমাত্রা। সেখানে জারি করা হয়েছে তিন মাত্রার জরুরি সতর্কতাও। আগামী ১০ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, এতে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

The post ৮৯ বছরে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ae%e0%a7%af-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a/

No comments:

Post a Comment