Tuesday, August 4, 2020

করোনায় বিপর্যয়ের মুখোমুখি একটি প্রজন্ম

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে বিশ্বের একটি প্রজন্ম বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। করোনায় স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এ সংকট তৈরি হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১৬০ দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১শ কোটি শিক্ষার্থী। এছাড়াও প্রি-স্কুলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে প্রায় ৪ কোটি শিশু।

এ সংকট নিরসনে শিক্ষার্থীদের দ্রুত এবং নিরাপদে শ্রেণীকক্ষে ফেরানোর বিকল্প নেই বলেও জানান গুতেরেস।

The post করোনায় বিপর্যয়ের মুখোমুখি একটি প্রজন্ম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/

No comments:

Post a Comment