ফাতেহ ডেস্ক:
ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরার কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য দেশ রূপান্তরকে জানান তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকীন।
তিনি জানান, দুপুরের মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দুজন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
তিনি বলেন, ‘তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
The post বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশি গ্রেপ্তার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a4-%e0%a7%ae%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%97/
No comments:
Post a Comment