Wednesday, September 2, 2020

খুলনায় মাদরাসাছাত্র মুসা হত্যা: চারজনের ফাঁসির আদেশ

ফাতেহ ডেস্ক:

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

খুলনায় মাদ্রাসা ছাত্র ও মুদি দোকানদার মুসা হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে দুইজনকে। বুধবার সকালে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেয়া হয়।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রূপসার আঠারোবেকী নদী থেকে মুসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাতদিন পর নিহতের বাবা আদালতে অভিযোগ করলে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়। ওই বছরের ৩০ মে ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়।

The post খুলনায় মাদরাসাছাত্র মুসা হত্যা: চারজনের ফাঁসির আদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be/

No comments:

Post a Comment