Friday, September 25, 2020

যুক্তরাষ্ট্রের একটি লাইব্রেরিতে পবিত্র কুরআনের তিনটি প্রাচীন পাণ্ডুলিপি

ফাতেহ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি লাইব্রেরিতে পবিত্র কুরআনের তিনটি ঐতিহাসিক পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এরমধ্যে একটি পাণ্ডুলিপি প্রায় ৫০০ বছরের প্রাচীন।

আমরা যদি বিশ্বের বড় বড় লাইব্রেরিগুলিতে অনুসন্ধান করি তাহলে আমরা পবিত্র কুরআনের অনেক পুরনো পাণ্ডুলিপি দেখতে পাব। কারণ প্রথম থেকেই মুসলমানদের জন্য পবিত্র কুরআন সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্ব ছিল। আর এজন্যই প্রাচ্যবিদরা পবিত্র কুরআনের প্রাচীন সংস্করণগুলির অনুবাদ ও সংরক্ষণের কাজ করেছে।

লাইব্রেরিয়ানের অ্যাকাউন্টে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি তিনটির ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে: “নিউইয়র্কের মরগান জাদুঘর এবং লাইব্রেরিতে পবিত্র কুরআনের তিনটি কপি।”

এসকল ছবি বিবরণে লেখা হয়েছে ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা লেখা মুসহাফটি ইরানের শিরাজ শহর থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি ১৫৮০ সালের অন্তর্গত। সূরা বানী ইসরাইল লেখা মুসহাফটি ১৮৩২ সালে অটোমান শাসনেরও অন্তর্গত।

সবুজ রঙ্গের মুসহাফটি ভারতের কাশ্মীরের অন্তর্গত এবং এই পাণ্ডুলিপিটি ১৮০০ সালের অন্তর্গত।

The post যুক্তরাষ্ট্রের একটি লাইব্রেরিতে পবিত্র কুরআনের তিনটি প্রাচীন পাণ্ডুলিপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac/

No comments:

Post a Comment