Thursday, September 3, 2020

আবরারের মৃত্যু: আনিসুল হকসহ পাচঁজনের জামিন মঞ্জুর

ফাতেহ ডেস্ক:

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর উপ-সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে এই জামিন আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

গতকাল এই মামলায় আনিসুলসহ ৫ আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়েছিল। আজ সেই আদেশ প্রত্যাহার আদালতে আবেদন করেন আসামিদর আইনজীবী। তবে এ বিষয়ে এখনও আদেশ দেয়নি আদালত। এই মামলার অন্য আসামিরা হলেন কবির বকুল, শুভাশিস প্রামানিক, মহিদুল আলম পাভেল, শাহপরান তুষার।

প্রসঙ্গত, গত বছর ১লা নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকেলে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিক্যাল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন।এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

The post আবরারের মৃত্যু: আনিসুল হকসহ পাচঁজনের জামিন মঞ্জুর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95/

No comments:

Post a Comment