Tuesday, September 1, 2020

যে কারণে সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যসহ বেশ কয়েকজন বরখাস্ত

ফাতেহ ডেস্ক:

সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যসহ বেশ কয়েকজন বরখাস্ত। সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যসহ বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

মঙ্গলবার একটি রাজকীয় আদেশে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডার পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুরকিকে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও তুরকির ছেলে আবদুল আজিজ বিন ফাহাদকে ডেপুটি গভর্নরের পদ থেকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও চারজনকে বরখাস্ত করা হয়েছে।

বাদশাহর জারি করা ডিক্রিতে জানানো হয়, সন্দেহজনক আর্থিক লেনদেন বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুরু থেকেই দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে সরব রয়েছেন। তবে সমালোচকরা বলছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কর্তৃত্বের পথে বাধা হওয়া লোকজনকে সরাতেই দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে।

এ বছরের শুরুতে বাদশাহর ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফসহ রাজপরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করার খবর জানায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

The post যে কারণে সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যসহ বেশ কয়েকজন বরখাস্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

No comments:

Post a Comment