ফাতেহ ডেস্ক:
আগামী তিন মাসের মধ্যে দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে না পারলে লেবাননের রাজনীতিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। সেই সঙ্গে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধেরও হুমকি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট মিশেল আইন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে এ হুঁশিয়ারি দিয়েছেন ম্যাক্রোন। বৈরুতে বিস্ফোরণের এক মাসেরও কম সময়ের ব্যবধানে সোমবার দ্বিতীয়বার বৈরুত সফর করেন তিনি। লেবাননের দুর্নীতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং দেশটির রাজনৈতিক সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারে মূল ভূমিকায় থেকে কাজ করছেন ফরাসি প্রেসিডেন্ট।
বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর ১০ আগস্ট হাসান দিয়াব সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ায়। সোমবার মুস্তাফা আদিবকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই আদিব দ্রুত একটি সরকার গঠন এবং শাসন ব্যবস্থায় তাৎক্ষণিক সংস্কারের ডাক দিয়েছেন।
The post ‘৩ মাসের মধ্যে লেবানন পুনর্গঠন করুন, নয়তো নিষেধাজ্ঞা’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0/
No comments:
Post a Comment