Saturday, September 26, 2020

বেফাকের ৪৩তম হিফজুল কোরআন পরীক্ষায় পাসের হার ৯১.৯৫

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশগ্রহণ করেন।

পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজা ৮২২ জন।

শনিবার বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হিফজুল কোরআনের ৭৪টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরআত বিভাগে তিনটি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথকভাবে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

The post বেফাকের ৪৩তম হিফজুল কোরআন পরীক্ষায় পাসের হার ৯১.৯৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a9%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86/

No comments:

Post a Comment