Tuesday, September 1, 2020

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে হবে শুনানি।

এ মামলার ২২ আসামিকে আদালতে আনা হয়েছে। তবে তিনজন পলাতক। এরমধ্যে আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ই নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

The post বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae/

No comments:

Post a Comment