Saturday, December 26, 2020

মরক্কোর বাদশাহকে ইজরাইল সফরে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

ফোনালাপে মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদকে ইজরাইল সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার নেতানিয়াহুর দফতর এ খবর জানায়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরাইলের প্রতিনিধি রাবাতে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করার তিন দিন পর তারা এ ফোনালাপ করেন।

নেতানিয়াহুর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা দুই দেশের মধ্যে ফের সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানান। এ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও মেকানিজম নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইহুদি এ রাষ্ট্রের সঙ্গে এ বছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদান এ পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

The post মরক্কোর বাদশাহকে ইজরাইল সফরে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/

No comments:

Post a Comment