আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কাশ্মীরে ৭৫ জন রাজনৈতিক নেতা ও সমাজকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি সমর্থিত জোটকে হারিয়ে কাশ্মীরের একটি আঞ্চলিক জোট জয় লাভের পর পুলিশ এই পদক্ষেপ নেয়। খবর আল জাজিরা।
নির্বাচনে অংশ নেয়া জোটের অন্যতম শরীক ও কাশ্মীরের আঞ্চলিক রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবী দার বলেছেন, এই আটকের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, জোটের বিজয়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, মোদি কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কাশ্মীরিরা মেনে নেয়নি।
গত সপ্তাহে কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নরেদ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়ার পর এটি সে অঞ্চলে অনুষ্ঠিত প্রথম কোনো স্থানীয় নির্বাচন। ভারতপন্থী কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসনে বিশ্বাসী জোট- পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন নির্বাচনে ২৮০টি আসনের মধ্যে ১১২টিতে জয় লাভ করেছে। আট ধাপে নেয়া এই নির্বাচন ২৮ নভেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭৪টি আসন পায়, যেখানে মাত্র ৩টি ছিল কাশ্মীর উপত্যকা থেকে।
গত বছরের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর ওই অঞ্চলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় যা এখনো কার্যকর রয়েছে। তখন যারা আটক হয়েছিলেন তাদের অনেকেই স্থানীয় নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন। এই অঞ্চলে সহিংসতায় এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক, সশস্ত্র যোদ্ধা ও সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন। কাশ্মীরের রাজনীতিকরা বলছেন, নির্বাচনের ফলাফলে এটাই পরিষ্কার হয়েছে যে কাশ্মীরের জনগণ গত বছরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।
The post কাশ্মীরে হেরেছে বিজেপি, ক্ষুব্ধ হয়ে আটক ৭৫ রাজনীতিক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95/
No comments:
Post a Comment