Tuesday, March 23, 2021

শাল্লায় ৯০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

ফাতেহ ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত ৯০টি হিন্দু পরিবারকে আর্থিক সহায়তা ও ঘর মেরামতের জন্য নির্মাণ সামগ্রী দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯০টি পরিবারকে নগদ সাড়ে ৫ হাজার করে টাকা , ৫০টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ঘরবাড়ি মেরামত করার জন্য নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকাবাল চৌধুরী, শাল্লা উপজেলার পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন।

The post শাল্লায় ৯০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7/

No comments:

Post a Comment