Wednesday, March 31, 2021

ইজরাইলে দূতাবাস খুলছে বাহরাইন, নিন্দা জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইজরাইলে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজতান্ত্রিক বাহরাইন সরকার। ইজরাইলে নিয়োগ দেওয়ার জন্য বাহরাইনের আলে খলিফা সরকার এরই মধ্যে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে হামাস মুখপাত্র হাজেম কাসেম বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছে তারা বারবার তারই চর্চা করছে।

হামাস মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে মধ্যপ্রাচ্যে ইজরাইল লাভবান হবে; এই চুক্তি আরব রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করবে না।

তিনি আরও বলেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইজরাইলকে আরো বেশি উৎসাহিত করবে।

গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তালমিলিয়ে বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবকি করার চুক্তি সই করে। এ কাজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা পালন করেন।

সূত্র: পার্সটুডে

 

The post ইজরাইলে দূতাবাস খুলছে বাহরাইন, নিন্দা জানাল হামাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment