আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে তিন বিখ্যাত হামাস নেতাকে গ্রেফতার করেছে ইজরাইলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে বলেন, ফিলিস্তিনি আইন প্রণেতা ও হেবরনে হামাসের উচ্চপদস্থ নেতা হাতেম কাফেইসাকে (৫৮) ইজরাইলি সেনাবাহিনী গ্রেফতার করেছে।
সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইসা আল জাবারি (৫৫) ও একজন উচ্চপদস্থ হামাস নেতা মাজেন আল নাটসাকেও (৪৯) গ্রেফতার করা হয়েছে।
এ তিন নেতা এর আগেও বহুবার ইজরাইলি সেনাদের মাধ্যমে গ্রেফতার হয়ে জেলে ছিলেন।
মে মাসে ঘোষিত ফিলিস্তিনের নির্বাচনকে সামনে রেখে ইসলজরাইল হামাসের সদস্যদের গণহারে গ্রেফতার করছে। ইজরাইলি এ পরিকল্পনার ব্যাপারে হামাস সতর্কও করেছে।
ফেব্রুয়ারিতে হামাসের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আছেন মুস্তফা আল-সানার, আদনান আসফর, ইয়াসের মনসুর, খালিদ এল-হাজ, আব্দেল বাসেত এল-হাজ, ওমর আল-হানবালি ও ফাজি সাওয়াফতে।
হামাস বলছে, ইজরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের নির্বাচনকে ব্যাহত এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাচ্ছে।
হামাস আরো অভিযোগ করেছে যে ইজরাইলি কর্তৃপক্ষ তাদের সদস্যদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে যে যদি তারা সামনের নির্বাচনে দাঁড়ায় তাহলে তাদের জেলে ঢোকানো হবে।
২২ মে ফিলিস্তিনিদের আইনসভার (সংসদ) নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন ৩১ জুলাই আর জাতীয় কাউন্সিল নির্বাচন ৩১ আগস্ট।
২০০৬ সালে ফিলিস্তিনে সর্বশেষ আইনসভার (সংসদ) নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর
The post নির্বাচনী তোড়জোড়েই হামাসের ৩ বিখ্যাত নেতাকে আটক করেছে ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8/
No comments:
Post a Comment