Saturday, March 27, 2021

মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশীদেরকে ভুয়া নিউজের স্বাদ দিলেন মোদি: শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ততার বিষয়ে পভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের প্রতিবাদ করেছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কংগ্রেসের এমপি শশী থারুর। খবর এনডিটিভি।

শুক্রবার বিকেলে বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ড মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পাশাপাশি এ সময় তিনি বলেন, ‘আমি এখানকার তরুণ প্রজন্মের আমার ভাই ও বোনদের খুব গর্বের সঙ্গে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া আমার জীবনের প্রথম আন্দোলনগুলোর মধ্যে একটি ছিল। আমার বয়স তখন ২০-২২ বছর ছিল, যখন আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেফতার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’

‘অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা আকুলতা এখানে ছিল, ততটা আকুলতা সেখানেও ছিল। এখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত জঘন্য অপরাধ ও নৃশংসতার চিত্রগুলো আমাদের বিচলিত করত এবং রাতের পর রাত বিনিদ্র করে রাখত।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার এক টুইটবার্তায় শশী থারুর বলেন, ‘বাংলাদেশের মানুষকে ভুয়া নিউজের আস্বাদ দিলেন মোদি। সবাই জানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কার ভূমিকা প্রধান ছিল।’

 

The post মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশীদেরকে ভুয়া নিউজের স্বাদ দিলেন মোদি: শশী থারুর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

No comments:

Post a Comment