ফাতেহ ডেস্ক:
ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিয়ে ৫০ জন হিন্দুকে চিঠি দেয়ার অভিযোগে ২১ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার রাতে শ্রীপুর থানায় ২১ জনকে আসামি করে এই মামালা করা হয়।
এই ঘটনায় জড়িত সন্দেহে রবিবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ইউসুফ, কুরবান, হাবিবুর রহমান ও মোস্তাকিম বিল্লাহ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, জড়িতদের আইনের আওতায় আনতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ২৩ মার্চের মধ্যে জানাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
গেল শুক্রবার সন্ধ্যায় শ্রীপুরের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে কয়েকব্যক্তি মোটরসাইকেলে এসে বিভিন্ন হিন্দু বাড়িতে চিঠি দেয়। চিঠিতে সনাতন ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণ করার দাওয়াত ছিল বলে জানা গেছে।
The post ইসলাম গ্রহণ করার দাওয়াত দেয়ায় ২১ জনের নামে মামলা! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6/
No comments:
Post a Comment