Friday, March 26, 2021

মোদিবিরোধী বিক্ষোভে শহীদ ৩ মাদরাসাছাত্র এবং ১ পথচারী

ফাতেহ ডেস্ক:

মোদিবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে হাটাহাজারী মাদরাসার তিন ছাত্র ও এক পথচারী শহীদ হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।

টিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। একই তথ্য স্থানীয় পোর্টাল সি-ভয়েসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।

তবে শহীদদের নাম-ধাম এখনো জানা যায়নি।

হেফাজতের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস টিবিএসকে বলেছেন, ‘সংঘর্ষে আরও কমপক্ষে সাতজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় রয়েছে। পুলিশ বিনা উস্কানিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে।’

The post মোদিবিরোধী বিক্ষোভে শহীদ ৩ মাদরাসাছাত্র এবং ১ পথচারী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6/

No comments:

Post a Comment