Saturday, March 27, 2021

মোদি বিরোধী বিক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৪

ফাতেহ ডেস্ক:

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল থেকে সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন স্থানে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারীতে তৌহিদি জনতার বিক্ষোভে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় একই দিন দুপুর আড়াইটায় শহরের প্রধান সড়ক টিএ রোডে মাদরাসার শিক্ষার্থী ও তাওহিদী জনতা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় পুলিশি হামলায় শহরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে মুহাম্মাদ আশিক (২০) নামের এক তরুণ ইন্তেকাল করেন।

 

The post মোদি বিরোধী বিক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment