ফাতেহ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালনের আরও দুইজন নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপরজন হলেন আলামিন (১৯)। তিনি সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের সফী আলীর ছেলে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীসের আঘাত, সেটি ময়নাতদন্ত না করলে বলা যাবে না।
The post ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুজন নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8/
No comments:
Post a Comment